সর্দিকাশি, গলাব্যথায় ভুগছেন হজযাত্রীরা

সৌদি আরবে আসা হজযাত্রীরা সর্দিকাশি, গলাব্যথা, ডায়াবেটিস ও হাইপারটেনশনে বেশি ভুগছেন। চিকিৎসকেরা বলছেন, বাইরে প্রচণ্ড গরম, শীতাতপনিয়ন্ত্রিত বাসা, বাস, তৃষ্ণার্ত অবস্থায় সরাসরি ঠান্ডা পানি খাওয়া ইত্যাদি কারণে এসব শারীরিক সমস্যা তৈরি হচ্ছে।

বাংলাদেশের হজ মেডিকেল সেন্টারে প্রতিদিন ৮০০-৯০০ হজযাত্রী চিকিৎসাসেবা গ্রহণ করতে আসেন বলে জানান বাংলাদেশি চিকিৎসকের দলনেতা জাকির হোসেন।

মক্কার ইব্রাহিম খলিল রোডে বাংলাদেশের পতাকা উড়ছে। নিয়ন সাইনবোর্ডে বাংলায় লেখা বাংলাদেশ। ফলে কুবরি মিসফালাহর কাছে বাংলাদেশ হজ কার্যালয় খুঁজে পেতে সময় লাগল না। সৌদি আরবে বাংলাদেশ সরকারের হজ কার্যক্রম এখান থেকে পরিচালিত হয়। বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজারের বেশি হজযাত্রী আসছেন।

এই ইব্রাহিম খলিল রোডে দিয়ার আল মাতার হোটেলের পাশে বাংলাদেশের হজ মেডিকেল সেন্টার।