বাঁশখালীতে বন্য হাতির উপদ্রব ঠেকাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন

সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পুকুরিয়া এবং সাধনপুর ইউনিয়নের পাহাড়ি এলাকায় বন্য হাতির উপদ্রব বেড়েছে। হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে বন বিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

হাতির দ্বারা আক্রান্ত সাধনপুর ইউনিয়নবাসী এবং কয়েকটি সহযোগী সংগঠনের ব্যানারে আজ শুক্রবার বেলা ১১টার দিকে বাঁশখালী প্রধান সড়কের বাণী গ্রাম বাজারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বন্য হাতির উপদ্রব থেকে বসতবাড়ি, কৃষিজমি ও এলাকাবাসীকে রক্ষা করতে বন বিভাগ ও প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ, ইউপি সদস্য ফেরদৌস উল হক, কে এম সালাহউদ্দিন, প্রকাশ রঞ্জন চৌধুরী, আব্বাস উদ্দীন, শেখর দত্ত, মোহাম্মদ শাহাজাহান, আবু হানিফ সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।