শিক্ষার্থীদের ওপর শক্তি প্রয়োগের পরিণতি ‍শুভ হবে না: সরকারকে মওদুদ

মওদুদ আহমদ। প্রথম আলো ফাইল ছবি
মওদুদ আহমদ। প্রথম আলো ফাইল ছবি

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর শক্তি প্রয়োগের পরিণতি ‍শুভ হবে না বলে সরকারকে হুঁশিয়ার করেছেন বিএনপি নেতা মওদুদ আহমদ। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের এই আন্দোলন দমন করার জন্য যদি আপনারা শক্তি প্রয়োগ করেন, তাহলে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে।’

শনিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া, যুবদলের সুলতান সালাহউদ্দিন, মামুন হাসান, ছাত্রদলের ইসহাক সরকার ও খন্দকার এনামুল হকের মুক্তির দাবিতে সম্মিলিত ছাত্র ফোরাম এই সভার আয়োজন করে।

মওদুদ আহমদ সরকারের উদ্দেশে বলেন, ‘একদিকে আপনারা বলছেন শিক্ষার্থীদের দাবি যুক্তিযুক্ত, তাদের দাবি মেনে নেওয়া হবে। অন্যদিকে সরকারের মন্ত্রীর অধীনে যে সংগঠন নিয়ন্ত্রিত, সেই সংগঠন ধর্মঘট ডেকেছে কিশোর-কিশোরীদের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য। এর চেয়ে হীন ষড়যন্ত্র আর কী হতে পারে?’

মওদুদ আহমদ বলেন, এই পরিবহন ধর্মঘট সরকারের মন্ত্রীর অনুপ্রাণিত সংগঠনের ধর্মঘট। এই ধর্মঘটের কারণে জনগণের যে দুর্ভোগ হচ্ছে, সে জন্য সরকার দায়ী।

‘ছাত্রলীগ গাড়ি-ভাঙচুর করছে’

সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শিক্ষার্থীদের চলমান ন্যায্য আন্দোলনকে জনদৃষ্টি থেকে ভিন্ন দিকে ফেরাতে ছাত্রলীগ শিক্ষার্থীদের ছদ্মাবরণে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ করছে।

রিজভী বলেন, ‘মগবাজারে বাসচাপায় যুবক নিহতের ঘটনায় যে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে, সেটিও দাঁড়িয়ে থেকে করেছে ছাত্রলীগ। শনিবার ছাত্রলীগ জুরাইনে সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের সিএনজি পাম্পে হামলা চালিয়েছে। রাজধানীর বিভিন্ন মোড়ে ছাত্রলীগ ও যুবলীগ অশুভ উদ্দেশ্য নিয়ে অবস্থান করছে। সরকারের সুদীর্ঘ বাহু বিস্তৃত করে শিশু-কিশোরদের আন্দোলনকে দমানোর এক মহাপ্রস্তুতি গ্রহণ করে চলেছে।’

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।