সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে রাতে হামলা

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ছবি: ফেসবুক থেকে নেওয়া
সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের বাড়িতে গতকাল শনিবার রাতে হামলা হয়েছে। গত রাত ১১টার দিকে এই হামলা হয়। একদল যুবক এই হামলা চালায় বলে অভিযোগ করেন সুজন সম্পাদক।

ইউএনবির খবরে বলা হয়, বদিউল আলমের বাড়িতে নৈশভোজে আসা অতিথিরা বের হওয়ার পরপর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতেও হামলা হয়েছে।

বদিউল আলম মজুমদার ইউএনবিকে বলেন, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ কয়েকজন অতিথি রাতে তাঁর মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসায় এসেছিলেন। ভোজ শেষে বার্নিকাট ওই বাড়ি থেকে বের হওয়ার পরপরই একদল দুর্বৃত্ত তাঁর গাড়ির পিছু নেয় ও ইট ছোড়ে। এরপর তারা তাঁর (বদিউল আলম) বাড়িতে হামলা চালায়।

বদিউল আলম মজুমদার জানান, হামলাকারীরা বাসার জানালার কাচ ভেঙে ফেলে। তারা দরজা ভাঙার চেষ্টা করে।

হামলাকারী যুবকেরা কারা, তারা কেন এই হামলা চালাল, সে সম্পর্কে কোনো ধারণা নেই বলে জানান বদিউল আলম মজুমদার।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব সরকার গত রাত সাড়ে ১১টার দিকে বলেন, ঘটনা শোনার পরই সেখানে পুলিশ পাঠিয়েছেন তাঁরা।