'পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আতঙ্কের কিছু নেই'

বিজ্ঞানচিন্তার আয়োজনে আলোচনাসভায় বক্তারা। ছবি: প্রথম আলো
বিজ্ঞানচিন্তার আয়োজনে আলোচনাসভায় বক্তারা। ছবি: প্রথম আলো

পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ অপরিহার্য। ঝুঁকি এড়িয়ে এই শক্তি থেকে নিরাপদ বিদ্যুৎ উৎপাদন করা যায়। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আতঙ্কের কিছু নেই। আজ সোমবার ‘পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ: নতুন যুগে বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনার আয়োজন করে মাসিক বিজ্ঞানচিন্তা। সেখানে আলোচকেরা এমন মন্তব্য করেন।

বিকেল পাঁচটার দিকে অনুষ্ঠিত ওই পাবলিক লেকচারে পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত বিদ্যুৎ নিয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন।

শুরুতেই স্বাগত বক্তব্য দেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম। বক্তব্য দেন, প্রধান আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. ইকবাল হোসেন। তিনি বলেন, ‘জৈব জ্বালানির মজুত দ্রুত ফুরিয়ে আসছে। তা ছাড়া জৈব জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদন করতে বিপুল কাঁচামালের দরকার হয়। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে পারমাণবিক জ্বালানির বিকল্প নেই।’

বিজ্ঞানচিন্তার আয়োজনে আলোচনাসভায় বক্তারা। ছবি: প্রথম আলো
বিজ্ঞানচিন্তার আয়োজনে আলোচনাসভায় বক্তারা। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে আলোচনা করেন বুয়েটের তড়িৎকৌশল ও ইলেকট্রনিকস বিভাগের অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী। তিনি বলেন, ‘শুধু পারমাণবিক নয়, বয়লার আছে এমন যেকোনো কারখানাতেই বিস্ফোরণের ভয় থাকে। এমনকি যেকোনো সময় আমাদের মোবাইল ফোনও বিস্ফোরিত হতে পারে। তাই বলে হাতগুটিয়ে থাকলে তো চলবে না। তাই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বাংলাদেশ পরমাণু কমিশনের সাবেক জ্যেষ্ঠ বিজ্ঞানী রেজাউর রহমান। তিনি আমাদের দৈনন্দিন জীবনে পরমাণুশক্তির নানা ব্যবহার নিয়েও আলোচনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজ্ঞানচিন্তার সম্পাদনা দলের সদস্যরা।