আবার নৌকার বিজয় চাই: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী । প্রথম আলো ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী । প্রথম আলো ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ‘আগামী নির্বাচনে আমরা আবার নৌকা মার্কার বিজয় চাই, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার জাতিকে নেতৃত্ব দিতে পারেন। কারণ, দেশে উন্নয়নের যে অসাধ্য সাধন হয়েছে, তা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া সম্ভব হতো না।’ 

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘১৯৯৬ থেকে ২০০১—এটা ছিল বাংলাদেশের জন্য সমসাময়িক ইতিহাসের স্বর্ণযুগ। যা কিছু নতুন দেখছি— আজকের যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা বিতরণ করছি, এগুলো সে সময় শেখ হাসিনা চালু করেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদেরও ভাতা চালু করেন তিনি। মুক্তিযোদ্ধাদের ভুলে গিয়েছিল মানুষ। তাঁরা কে, তাঁরা কী করেছিলেন, জাতি তা ভুলে গিয়েছিল। প্রধানমন্ত্রী তাঁদের পুনর্বাসিত করে জাতির সামনে শ্রেষ্ঠ সন্তান হিসেবে পুনরায় প্রতিষ্ঠা করেন। এখন তাঁরা সমাজে কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন।’

উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহর সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী শাহীন আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. আবদুল জব্বার, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী এবং ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ৭০টি প্রাথমিক বিদ্যালয়ে সিলিং ফ্যান, নতুন করে মনোনীত ৩৯৭ জনকে বয়স্ক ভাতা, ১৬৬ জনকে বিধবা ভাতা ও ৮৩ জনকে প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন এবং ভাবকি ইউনিয়ন পরিষদকে একটি অ্যাম্বুলেন্স দেন।

পররাষ্ট্রমন্ত্রী এর আগে প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে বন্যাকবলিত ১৬০ পরিবারের মধ্যে গোখাদ্য, বন্যাকবলিত জনসাধারণের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের জন্য উপজেলা পরিষদ ও ৬ ইউনিয়ন পরিষদকে একটি করে নৌকা, ৯ কোটি ৩২ টাকা ব্যয়ে উপজেলার ১৪ কিলোমিটার বিভিন্ন কাঁচা রাস্তা পাকাকরণে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।