কাবা শরিফের নতুন গিলাফ হস্তান্তর

মক্কা শরিফের গভর্নর প্রিন্স খালিদ বিন ফায়সাল আল সৌদ কাবা শরিফের জন্য তৈরি নতুন গিলাফ হস্তান্তর করেছেন। মসজিদুল হারামের ইমাম শায়খ আবদুর রহমান আস সুদাইসসহ কাবা শরিফের সিনিয়র তত্ত্বাবধায়কদের কাছে এই গিলাফ হস্তান্তর করা হয়।

৯ জিলহজ (২০ আগস্ট) হজের দিন পবিত্র দুই মসজিদের খাদেম এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের নেতৃত্বে কাবার গিলাফ পরিবর্তনের কথা রয়েছে।

বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালন
মক্কায় বাংলাদেশ হজ কার্যালয়ে ১৫ আগস্ট সকালে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। হজ কার্যালয়ের কর্মকর্তা ছাড়াও হজযাত্রী, মক্কায় বসবাসরত প্রবাসীরা এতে অংশ নেন। দোয়া মাহফিলের পর হজযাত্রীদের মধ্যে জমজমের পানি, খেজুর ও তসবিহ বিতরণ করা হয়।

জমজমের পানি পানে প্রশান্তি
দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের যত অনুপম নিদর্শন আছে, তার মধ্যে জমজম কূপকে অন্যতম বলা হয়। এ পানি স্বচ্ছ, উৎকৃষ্ট, পবিত্র ও বরকতময়।

শরীয়তপুরের ভেদরগঞ্জ থেকে আসা মো. আলমগীর হোসেন বলেন, ‘যতবার জমজমের পানি পান করি ততবারই প্রাণ ভরে যায়, মনে প্রশান্তি আসে।’