বাজপেয়ির শেষকৃত্যে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

ভারতের সাবেক প্রধানমন্ত্রী সদ্যপ্রয়াত অটল বিহারি বাজপেয়ির শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সাবেক এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশের পক্ষে শেষ শ্রদ্ধা জানাতে কাল শুক্রবার নয়াদিল্লি যাবেন পররাষ্ট্রমন্ত্রী।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র-সচিব মো. শহীদুল হক প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দিল্লির একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিজেপির নেতা ও দেশটির তিনবারের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ি। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থ ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক জটিলতা বেড়ে যাওয়ায় তাঁকে নয় সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল বুধবার থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

বাজপেয়ির মৃত্যুর খবর নিশ্চিত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় বলেন, ‘এটা আমার জন্য অপূরণীয় এক ক্ষতি। অটল জির অসাধারণ নেতৃত্ব ভারতকে একুশ শতকের শক্তিশালী, সমৃদ্ধ ও সমন্বিত এক দেশ গড়ার ভিত্তি গড়ে দিয়েছে।’