শ্রীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সহকারীর মৃত্যু

সিরাজগঞ্জ থেকে ভুট্টা নিয়ে এসেছিল ট্রাকটি। আনলোডের (মালামাল খালাস) জন্য অপেক্ষমাণ ট্রাকটির চালক সিটের পেছনে কেবিনে ঘুমাচ্ছিলেন। আর চালকের সহকারী ঘুমাচ্ছিলেন ট্রাকের নিচে সড়কের ওপর। হৃদয়বিদারক ঘটনাটি ঘটে চালক ঘুম থেকে ওঠার পরই। ঘুম ভাঙার পরপরই ট্রাক চালাতে শুরু করেন। আর ততক্ষণে ঘুমিয়ে থাকা সহকারী চাকায় পিষ্ট হয়ে যান।

ঘটনাটি ঘটে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সলিংমোড় এলাকার মানো ফিড কারখানায় শনিবার সকালের দিকে। নিহত ব্যক্তির নাম মুমিন মিয়া (৩০)। তাঁর বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ধনগাড়া গ্রামে। পুলিশ ট্রাকসহ চালক নাজমুল ইসলামকে (২৩) আটক করে। আটক চালকের বাড়িও সিরাজগঞ্জ জেলায়।

পুলিশের হেফাজতে থাকা ট্রাকচালক নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সিরাজগঞ্জ থেকে ভোর ছয়টায় তিনি ভুট্টা নিয়ে মনো ফিড কারখানায় প্রবেশ করেন। সারা রাত জেগে গাড়ি চালানোয় তিনি ক্লান্ত ছিলেন। তাই গাড়ি পার্ক করে সিটের পেছনের কেবিনে ঘুমিয়ে পড়েন। সকাল ১০টার দিকে ঘুম থেকে জেগে সহকারী মুমিনকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে আনলোড (মালামাল খালাস) করার জন্য গাড়ি চালিয়ে সামনের দিকে এগিয়ে যান। গাড়ির নিচে মুমিন ঘুমাচ্ছে তা তিনি জানতেন না।’

শ্রীপুর থানার এসআই মঞ্জুরুল ইসলাম রাতে বলেন, ‘মামলা এখনো প্রক্রিয়াধীন। এতে চালক ও ট্রাকমালিককে আসামি করা হবে। লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।’