খুলনায় মেঘনা তেল ডিপোতে অগ্নিকাণ্ড, নিহত ২

মেঘনা তেল ডিপোতে আগুন নেভানোর কাজ চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খুলনা, খালিশপুর, ২০ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন
মেঘনা তেল ডিপোতে আগুন নেভানোর কাজ চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। খুলনা, খালিশপুর, ২০ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন

খুলনায় মেঘনা তেল ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন পাঁচজন। এঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে নগরের খালিশপুরের উত্তর কাশিপুর এলাকার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডিপোতে জ্বালানি তেলবাহী তিনটি গাড়ি দাঁড়িয়ে ছিল। ডিপো থেকে গাড়িতে পেট্রল ও অকটেন লোড দেওয়ার সময় হঠাৎ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে যায়।

আগুনে পুড়ে যাওয়া পাঁচ শ্রমিক হলেন আব্দুল ওহাব (৪৫), সুজন (২৫), আনোয়ার হোসেন (৪০), ইসমাইল (৫৫) ও রুবেল (২৬)। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আর নিহত রাজু ও কামালের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

এ অগ্নিকাণ্ডে দুজন নিহত ও পাঁচজন দগ্ধ হন। এ খবর পেয়ে এক স্বজনের কান্না। খুলনা, খালিশপুর, ২০ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন
এ অগ্নিকাণ্ডে দুজন নিহত ও পাঁচজন দগ্ধ হন। এ খবর পেয়ে এক স্বজনের কান্না। খুলনা, খালিশপুর, ২০ আগস্ট। ছবি: সাদ্দাম হোসেন

বার্ন ইউনিটের নার্স ইনচার্জ নওরিন সুলতানা প্রথম আলোকে বলেন, পাঁচজনের মধ্যে সুজন, রুবেল ও ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের শরীরের ৬০ শতাংশের কিছু বেশি পুড়ে গেছে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রেজাউল করিম প্রথম আলোকে বলেন, প্রায় পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। সম্ভাব্য বেশ কিছু কারণ অনুমান করা যাচ্ছে। তদন্ত চলছে। এরপর সঠিক কারণ জানা যাবে।

খালিশপুর জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন নিহত হয়েছেন।