বাস ও প্রাইভেট কার সংঘর্ষে মামাতো-ফুপাতো ভাই নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

গোপালগঞ্জ সদর উপজেলায় যাত্রীবাহী একটি বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহত একজন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর উত্তরপাড়া কাজী হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে। গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবুল বাশার হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মো. আবুল বাশার হাওলাদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী প্রাইভেট কারটি গোপীনাথপুর উত্তরপাড়ায় পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেবা গ্রীনলাইন পরিবহনেরর যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন। অপরজন গুরুতর আহত হন।

নিহত দুজন হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মুলঘর গ্রামের সরদার আতিয়ার রহমানের ছেলে এম এম আরাফাত হোসেন প্রিন্স (৩৬)। তিনি রূপালী ব্যাংকের সাউথ ডিভিশন মতিঝিলের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। অপরজন খুলনা সোনাডাঙ্গার ময়লাপোতার শিমুল (৪০)। সর্ম্পকে তাঁরা মামাতো-ফুফাতো ভাই।

এ ঘটনায় আহত হয়েছেন এম এম আরাফাত হোসেনের স্ত্রী মেসকাত জাহান ফেরদাউসী (৩০)। তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।