বগুড়ার জ্যেষ্ঠ সাংবাদিক যাহেদুর রহমান আর নেই

যাহেদুর রহমান। ছবি: সংগৃহীত
যাহেদুর রহমান। ছবি: সংগৃহীত

বগুড়ার সাংবাদিকদের অভিভাবক হিসেবে পরিচিত, জ্যেষ্ঠ সাংবাদিক, দৈনিক করতোয়া-এর সহকারী সম্পাদক এবং বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি যাহেদুর রহমান যাদু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে শয্যাশায়ী থাকার পর আজ মঙ্গলবার সকালে বগুড়ার স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। যাহেদুর রহমান একাধিকবার বগুড়া প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ, নির্লোভ এবং মুক্তিযুদ্ধের চেতনার মানুষ হিসেবে পরিচিত যাহেদুর রহমান দীর্ঘদিন ধরে জাতীয় ও স্থানীয় দৈনিক এবং সর্বশেষ বাংলাদেশ টেলিভিশনে সাংবাদিকতা করেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত তিনি বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া-এর সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, পাকিস্তান শাসনামলে যাহেদুর রহমান সাংবাদিকতা শুরু করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি সাংবাদিকতার মাধ্যমে মুক্তিযোদ্ধাদের প্রেরণা জোগান। পাকিস্তান আমলে তিনি সাপ্তাহিক গণঐক্য পত্রিকায় নির্বাহী সম্পাদক ছিলেন। স্বাধীন বাংলাদেশে বগুড়ার প্রথম দৈনিক ‘দৈনিক বাংলাদেশ’-এ যোগ দেন তিনি। এ ছাড়া দৈনিক ‘চাঁদনী বাজার’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি। যাহেদুর রহমানের প্রথম জানাজা মঙ্গলবার বাদ জোহর তাঁর দীর্ঘদিনের ঠিকানা বগুড়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়। বাদ আসর সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় দফা জানাজা শেষে নামাজগড় কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।