প্রকৃতির কাছে আমরা অসহায়: আইজিপি

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী
মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপার প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন, নদীতে প্রচণ্ড স্রোত। এ কারণে কিছুটা সমস্যা হয়েছে। তবে প্রশাসনের দায়িত্বপালনে কোনো ঘাটতি ছিল না। তিনি বলেন, ‘প্রকৃতির কাছে আমরা অসহায়।’

আজ মঙ্গলবার বিকেলে জাবেদ পাটোয়ারী মহাসড়কে যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা মোড়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

আইজিপি বলেন, ঈদ উপলক্ষে এক সঙ্গে লাখ লাখ লোক রাস্তায় নেমে আসবে, এক সঙ্গে অনেকগুলো গাড়ি রাস্তায় আসবে— এতে গাড়ির গতি কিছুটাতো ধীর হবেই। তবে কোথাও কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। তিনি বলেন, ‘পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে কিছুটা অসুবিধার সম্মুখীন হয়েছি। বিশেষ করে প্রচণ্ড স্রোতের কারণে ফেরিতে গাড়ি লোড-আনলোডে ৩০ থেকে ৪০ মিনিট সময় বেশি লেগে গেছে। সে জন্য ওপারে গাড়ির কিছু দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এটাতে আমাদের করণীয় কিছু ছিল না। প্রকৃতির কাছে আমরা অসহায়।

জাবেদ পাটোয়ারী বলেন, ‘ঈদুল আজহায় আমাদের দুটি চ্যালেঞ্জ নিতে হয়েছে। আমরা এ দুটি চ্যালেঞ্জকেই সঠিক ভাবেই মোকাবিলা করতে পেরেছি। এর মধ্যে একটি হচ্ছে ঈদে ঘরমুখো মানুষদের নিরাপদে গ্রামের বাড়িতে যাওয়া আর অন্যটি হলো পশুবাহী যানবাহন রাজধানীতে পৌঁছানো। আমরা ঈদের মার্কেটের সঙ্গে সঙ্গে প্রত্যেকটি পশুর মার্কেটেও নিরাপত্তা সঠিকভাবে দিয়েছি।’

যানজটের প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, ‘ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত কোথাও কোনো যানজট নেই। কোনো রকমের প্রতিবন্ধকতা নেই। ২০ থেকে ২৫ মিনিটে ঢাকার মিন্টু রোড থেকে গাজীপুর পর্যন্ত এসেছি।’

এ সময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, গোলাম সবুর প্রমুখ।