ছেলের সঙ্গে মিলিয়ে পাঞ্জাবি পরেছেন মাশরাফি

বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার আনন্দই অন্য রকম। তাই নড়াইলে ঈদ করাটা সব সময়ই উপভোগ করেন মাশরাফি। নড়াইল, ২২ আগস্ট। ছবি: কার্ত্তিক দাস
বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার আনন্দই অন্য রকম। তাই নড়াইলে ঈদ করাটা সব সময়ই উপভোগ করেন মাশরাফি। নড়াইল, ২২ আগস্ট। ছবি: কার্ত্তিক দাস

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পাওয়া অবসর। আর এর মধ্যেই খুশির ঈদ—বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইলের নিসর্গে ঈদটা উপভোগ করছেন দারুণভাবেই।

শিকড়ের টানে মাশরাফি সব সময়ই ছুটে আসেন নিজের শহরে। ব্যস্ততা বাড়লেও ঈদটা নিজের বাড়িতে করা চাই। এখানে ঈদ করাটা যে সব সময়ই উপভোগ করেন।

আজ বুধবার সকালে দলবল নিয়েই হাজির হয়েছিলেন নড়াইলের কেন্দ্রীয় ঈদগাহে। পাশে ছেলে সাহেল মুর্তজা, সঙ্গে মামা নাহিদুল ইসলাম, ছিলেন ছোট ভাই সিজার ও তাঁর বন্ধুরাও। ছেলে সাহেলের মতোই বাংলাদেশ অধিনায়ক পরেছিলেন মেরুন রঙের ওপর কালো জলছাপ দেওয়া পাঞ্জাবি আর কালো পায়জামা।

একই রকমের পাঞ্জাবি গায়ে ঈদের জামাতে বাবা-ছেলে পাশাপাশি। নড়াইল, ২২ আগস্ট। ছবি: কার্ত্তিক দাস
একই রকমের পাঞ্জাবি গায়ে ঈদের জামাতে বাবা-ছেলে পাশাপাশি। নড়াইল, ২২ আগস্ট। ছবি: কার্ত্তিক দাস

নামাজ শেষে সবার আগ্রহের কেন্দ্রেই ছিলেন মাশরাফি। প্রিয় তারকার সঙ্গে কোলাকুলি করা ছিল উদ্দেশ্য। মাশরাফি জনতার সেই ইচ্ছা মিটিয়েছেন ধৈর্যের সঙ্গে। দিনের বাকি অংশ কাটাবেন প্রিয়জনদের সঙ্গে।

ঈদের নামাজে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করেছেন বলে জানিয়েছেন মাশরাফি।