২৭ আগস্ট ফিরতি হজ ফ্লাইট শুরু

প্রথম আলো ফাইল ছবি।
প্রথম আলো ফাইল ছবি।

আগামী সোমবার (২৭ আগস্ট) থেকে হজযাত্রীদের প্রথম ফিরতি হজ ফ্লাইট শুরু হবে। সর্বশেষ ফিরতি হজ ফ্লাইট হবে আগামী ২৬ সেপ্টেম্বর।

ঢাকা ও মক্কা হজ অফিস জানায়, চলতি বছরের পবিত্র হজ পালনে ৩৭১টি হজ ফ্লাইটে হজ ব্যবস্থাপনার সদস্যসহ ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন যাত্রী সৌদি আরব গেছেন। এর মধ্যে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজ পালনের জন্য গেছেন।

ধর্ম মন্ত্রণালয় অনুমোদিত ৫২৮টি এজেন্সির মাধ্যমে এবার ১ লাখ ২০ হাজার মানুষ হজ পালনে সৌদি আরব গেছেন। ২০ আগস্ট এবারের পবিত্র হজ পালন সম্পন্ন হয় এবং গত ১৪ জুলাই সৌদি আরবের উদ্দেশে প্রথম হজ ফ্লাইট শুরু হয় বলে হজ অফিস জানায়।

চলতি বছর সৌদি আরবে চিকিৎসা কেন্দ্র থেকে ৫১ হাজার ৮৮১ জন হজযাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ১৩ জন নারীসহ ৮৬ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৪৯, মদিনায় ৭, জেদ্দায় ২, মিনায় ১৮ ও আরাফায় ১০ জন ইন্তেকাল করেন বলে মক্কা হজ অফিস জানিয়েছে।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজ ব্যবস্থাপনা সরেজমিনে প্রত্যক্ষ করতে বর্তমানে সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন বলে মক্কা অফিস সূত্রে জানা গেছে।