গ্রেপ্তার ওয়ালীউল্লাহর জামিন হয়নি

নিরাপদ সড়ক আন্দোলনের ঘটনায় রাজধানীর রমনা থানার মামলায় গ্রেপ্তার মো. ওয়ালীউল্লাহর জামিন হয়নি।

আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ওয়ালীউল্লাহর জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাকচ করেন।

ওয়ালীউল্লাহর পক্ষে জামিনের আবেদন করেন জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার প্যানেল আইনজীবী জাকির হোসেন।

আদালতের নিবন্ধন শাখার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুর রহমান বলেন, ওয়ালীউল্লাহর বিরুদ্ধে থাকা মামলাটি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের। আসামির থেকে আলামত উদ্ধার থাকায় তাঁর জামিন হয়নি।

নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে ফেসবুকে উসকানি ছড়ানোর অভিযোগে রমনা থানার মামলায় ৮ আগস্ট ওয়ালীউল্লাহকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় গ্রেপ্তারের পর কোটা সংস্কার আন্দোলনের নেত্রী ও ইডেন কলেজের ছাত্রী লুৎফুন্নাহার ওরফে লুমা সরকারসহ চারজন জামিনে আছেন।