চট্টগ্রামে ১৭ বছর আগের হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

তীকী ছবি
তীকী ছবি

১৭ বছর আগের একটি হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আবদুল মজিদ এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম শফিউল আজম।

সরকারি কৌঁসুলি মো. লোকমান হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, পূর্ববিরোধের জেরে ২০০১ সালের ২৬ মার্চ রাতে আনোয়ারা উপজেলার বোয়ালিয়া এলাকার বাসিন্দা মকবুল আহমেদকে কিরিচ দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মকবুলের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ১০ নভেম্বর পুলিশ অভিযোগপত্র দেয়। ২০০৬ সালের ৩ এপ্রিল আসামি শফিউলের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত শফিউলকে কারাগারে নিয়ে যাওয়া হয়।