সোবহানবাগে পার্কিং-পারাপারে যাচ্ছেতাই!

রাজধানীর মিরপুর সড়কের ধানমন্ডি এলাকায় প্রাইভেট কারের লাগামহীন যত্রতত্র পার্কিং এবং চলাচলের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারী ব্যক্তিদের। সোবহানবাগ এলাকায় এ সমস্যা আরও প্রকট। সোবহানবাগ মসজিদের সামনে পদচারী-সেতুর নিচে ব্যক্তিগত গাড়ির লাগামহীন পার্কিং তো নিয়মিত চিত্র। এতে এ এলাকায় যানজট লেগেই থাকে। অন্যদিকে, পথচারীদের পদচারী-সেতু ব্যবহারে অনীহাও দেখা যায়। অল্প দূরত্বে পদচারী-সেতু থাকলেও ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হয়। ছবিগুলো মঙ্গলবার তোলা।

প্রাইভেট কারের লাগামহীন যত্রতত্র পার্কিং। দেখার যেন কেউ নেই!
প্রাইভেট কারের লাগামহীন যত্রতত্র পার্কিং। দেখার যেন কেউ নেই!
যত্রতত্র পার্কিংয়ের কারণে এ এলাকায় যানজট লেগেই থাকে।
যত্রতত্র পার্কিংয়ের কারণে এ এলাকায় যানজট লেগেই থাকে।
আশপাশের এলাকার শিক্ষার্থীদের নিয়ে এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হন অভিভাবকেরা।
আশপাশের এলাকার শিক্ষার্থীদের নিয়ে এভাবে ঝুঁকি নিয়ে রাস্তা পার হন অভিভাবকেরা।
কিছুদূর হাঁটলেই পদচারী-সেতু, তবু ব্যবহারে কারও আগ্রহ নেই।
কিছুদূর হাঁটলেই পদচারী-সেতু, তবু ব্যবহারে কারও আগ্রহ নেই।
এ সড়কে উল্টো পথে হরহামেশা চলছে রিকশা।
এ সড়কে উল্টো পথে হরহামেশা চলছে রিকশা।
সড়ক বিভাজনের ফাঁক গলে বের হয়ে সময় বাঁচান মোটরসাইকেলের এ চালক।
সড়ক বিভাজনের ফাঁক গলে বের হয়ে সময় বাঁচান মোটরসাইকেলের এ চালক।
ব্যস্ত সড়কে মোবাইল দেখে চলছেন আপন মনে।
ব্যস্ত সড়কে মোবাইল দেখে চলছেন আপন মনে।