জেএমবির শীর্ষ নেতাসহ আটক ৫: র‍্যাব

রাজশাহীতে জেএমবির এক শীর্ষ নেতাসহ নিষিদ্ধ জঙ্গি সংগঠনটির পাঁচ সদস্যকে আটক করার কথা জানিয়েছে র‍্যাব-৫। 

বৃহস্পতিবার রাতে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে র‍্যাব ওই পাঁচ ব্যক্তিকে আটক করে। এ সময় বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন আমিনুল ইসলাম (৩২), মোশাররফ হোসেন ওরফে মুরসালিন (২২), ইসমাইল হোসেন (৩২), আবদুল মতিন (৪৫) ও রফিকুল ইসলাম (৪৫)।

র‍্যাব-৫-এর উপ-অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, জেএমবির সদস্যরা সংঘবদ্ধ হয়ে নাশকতার পরিকল্পনা করছেন বলে গোপন তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব প্রথমে রাজশাহীর গোদাগাড়ীর বয়ারমারির চর থেকে আমিনুল ইসলাম ও মোশাররফ হোসেনকে আটক করে। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জেএমবির অন্য সদস্যরা পালিয়ে যান। পরে আমিনুলের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের পশ্চিম কোদালকাটি এলাকা থেকে জেএমবির তিনজন সদস্যকে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় র‍্যাব।