মা-বাবার কাছে ফিরতে চায় রাসেল

শিশুটির ভাষ্য, তার নাম রাসেল। শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া থানা থেকে তোলা। ছবি: প্রথম আলো
শিশুটির ভাষ্য, তার নাম রাসেল। শনিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া থানা থেকে তোলা। ছবি: প্রথম আলো

শিশুটি বলছে তার নাম রাসেল। বয়স আনুমানিক পাঁচ বছর। বাবার নাম মো. ইউছুফ। মায়ের নাম শাহনাজ বেগম। কিন্তু বাড়ি কোথায়, তা বলতে পারছে না।

পুলিশ বলছে, শুক্রবার রাতে (৩১ আগস্ট) কয়েকজন পরিবহনশ্রমিক কক্সবাজারের চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে এই শিশুকে কুড়িয়ে পায়। পরে তাঁরা তাকে থানা-পুলিশের কাছে হস্তান্তর করেন। পুলিশ সম্ভাব্য কয়েকটি জায়গায় যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো ঠিকানা বের করতে পারেনি।

শিশুটির ভাষ্য, তাকে কিছু ছেলে চকরিয়া বাস টার্মিনালে ফেলে গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, শিশুটিকে কয়েকজন পরিবহনশ্রমিক থানায় দিয়ে গেছেন। এরপর থেকে সে মা-বাবার কাছে যেতে কান্নাকাটি করছে। কিন্তু সে কোনো ঠিকানা বলতে পারছে না।