রাজধানীতে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যু

রাজধানীর মিরপুরে স্বামীর মারধরে গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই গৃহবধূর নাম শাহিনা আক্তার (৩২)। এই ঘটনার পর থেকে শাহিনার স্বামী নিরব মিয়া (৩৫) পলাতক।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শাহিনা আক্তারের স্বামী নীরব মিয়ার বাড়ি মিরপুর বেড়িবাঁধ-সংলগ্ন কাউনদিয়া এলাকায়। দুই সন্তান নিয়ে তাঁরা মিরপুর ১ নম্বর সেকশনের ডি ব্লকের ৪ নম্বর রোডের একটি টিনশেড ভাড়া বাসায় থাকতেন। তিনি একজন ব্যবসায়ী। কয়েক দিন থেকেই নিরব তাঁর স্ত্রীকে দফায় দফায় মারধর করেন।

শাহআলী থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার মনিরুজ্জামান বলেন, পারিবারিক কলহের জেরে শাহিনাকে মারধর করেন তাঁর স্বামী। শহিনার পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে, যৌতুকের জন্য প্রায়ই শাহিনাকে মারধর করতেন নিরব মিয়া। মারধরের কারণেই শাহিনার মৃত্যু হয়েছে।

দুপুরে শাহিনার লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর অভিযুক্ত নিরবকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।