যুবদল নেতা টুকুর জামিন আবেদন নামঞ্জুর

পুলিশের ওপর হামলা ও ভাঙচুর মামলায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ রোববার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা হাসনাত এই জামিন আবেদন নামঞ্জুর করেন।

অন্য মামলায় গ্রেপ্তার হয়ে সুলতান সালাউদ্দিন ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে আছেন। সেখান থেকে রোববার দুপুরে তাঁকে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। জামিন নামঞ্জুরের পর তাঁকে আবার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

গত ৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের গোপালপুরে পুলিশের সঙ্গে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশ সুলতান সালাউদ্দিনের বিরুদ্ধে মামলাটি করেছিল। মামলায় তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় পরোক্ষ মদদ ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়।

এদিকে টুকুর প্রধান আইনজীবী মো. গোলাম মোস্তফা মিয়া বলেন, ‘টুকুকে ১ নম্বর আসামি করে ৯৭ জনের নাম উল্লেখ করে পুলিশ এই মামলা করে। এটি সম্পূর্ণ হয়রানিমূলক মিথ্যা মামলা।’