প্রেসক্লাবে বিএনপির মানববন্ধন

>রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সোমবার সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে মানববন্ধন করে বিএনপি। রোববার ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে মৌখিকভাবে বিএনপি মানববন্ধনের অনুমিত পায়। সকাল ১০টা থেকেই দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধন স্থলে আসা শুরু করে। এ কর্মসূচিতে মানববন্ধন হওয়ার কথা থাকলেও ঢাকার কেন্দ্রীয় কর্মসূচি বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতিতে সমাবেশের রূপ পায়। প্রেসক্লাবের সামনে গুরুত্বপূর্ণ ওই সড়কের এক পাশ বন্ধ থাকায় সৃষ্টি হয় যানজট। প্রেসক্লাবের সামনে এবং সারা দেশে মহানগর ও জেলা সদরে বেলা ১১টা থেকে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি চলে।
মানববন্ধন কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি।
মানববন্ধন কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা নেতা-কর্মীদের মূল সড়ক থেকে সরে গিয়ে কর্মসূচি পালন করতে বলেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা নেতা-কর্মীদের মূল সড়ক থেকে সরে গিয়ে কর্মসূচি পালন করতে বলেন।
রাজধানীর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয়।
রাজধানীর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয়।
নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
নেতা-কর্মীরা খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন।
প্রেসক্লাবের সামনে গুরুত্বপূর্ণ ওই সড়কের এক পাশ বন্ধ থাকায় আশপাশের এলাকায় সৃষ্ট যানজট অনেক এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রেসক্লাবের সামনে গুরুত্বপূর্ণ ওই সড়কের এক পাশ বন্ধ থাকায় আশপাশের এলাকায় সৃষ্ট যানজট অনেক এলাকায় ছড়িয়ে পড়ে।
প্রেসক্লাবের ফুটপাথসহ সড়কের পাশে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা।
প্রেসক্লাবের ফুটপাথসহ সড়কের পাশে অবস্থান নেওয়া নেতা-কর্মীরা।