অরুণ আলোর অঞ্জলি

‘শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি/ ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি’—এভাবেই আমাদের সামনে শরতের সৌন্দর্য উপস্থাপন করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর মতোই শরতে মুগ্ধ বাংলার সবাই। শরৎ মানেই আকাশে নানা রঙের মেঘের খেলা। শরতে আকাশ কতই-না রূপ ধরে! সিলেটে শরতের আকাশের গোধূলিবেলার সৌন্দর্য ধরা পড়েছে আনিস মাহমুদের ক্যামেরায়।

সন্ধ্যার মেঘমালায় রবির কারুকাজ।
সন্ধ্যার মেঘমালায় রবির কারুকাজ।
শরতের আগুন-লাগা আকাশের প্রতিবিম্ব পড়েছে হাওরে।
শরতের আগুন-লাগা আকাশের প্রতিবিম্ব পড়েছে হাওরে।
গোধূলিলগ্নে সেজেছে শরতের আকাশ।
গোধূলিলগ্নে সেজেছে শরতের আকাশ।
পশ্চিম দিগন্তে বিদায় নিচ্ছে সূর্য।
পশ্চিম দিগন্তে বিদায় নিচ্ছে সূর্য।
অস্তগামী সূর্যের প্রতিবিম্ব পড়েছে সুরমা নদীর জলে।
অস্তগামী সূর্যের প্রতিবিম্ব পড়েছে সুরমা নদীর জলে।
গোধূলিলগ্নে সুরমা নদী দিয়ে যাচ্ছ মালবাহী ট্রলার। ঘাটে গোসল সারছেন লোকজন।
গোধূলিলগ্নে সুরমা নদী দিয়ে যাচ্ছ মালবাহী ট্রলার। ঘাটে গোসল সারছেন লোকজন।