করলায় নন্দনকলা

তেতো করলার যে কত গুণ, সে তো সবাই জানে। তাই ভাজি, ভর্তা আর ব্যঞ্জনে তার বেজায় কদর। করলার ফলনের জন্য বাগেরহাট জেলার বেশ সুনাম রয়েছে। এই এলাকার প্রায় সব উপজেলাতেই করলার চাষ হয়। উৎপাদিত করলা বিক্রির জন্য সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজারে নিয়ে আসেন চাষিরা। সিঅ্যান্ডবি বাজার দেশের সবজির অন্যতম পাইকারি বাজার। এখান থেকে সবজি যায় দেশের বিভিন্ন বাজারে। বাজারে প্রতিদিন সকালে বিভিন্ন জায়গা থেকে করলাসহ নানা ধরনের সবজি নিয়ে আসেন চাষিরা। ছবিগুলো ১৪ সেপ্টেম্বর সকালে সিঅ্যান্ডবি বাজার থেকে তোলা।

থরে থরে সাজিয়ে রাখা হয়েছে করলা।
থরে থরে সাজিয়ে রাখা হয়েছে করলা।
করলা সাজানো হচ্ছে ট্রাকে।
করলা সাজানো হচ্ছে ট্রাকে।
ট্রাকে করলা সাজাতে ব্যস্ত শ্রমিকেরা।
ট্রাকে করলা সাজাতে ব্যস্ত শ্রমিকেরা।
সকালেই করলা আড়তে আনা হয়।
সকালেই করলা আড়তে আনা হয়।
বিক্রির জন্য সিঅ্যান্ডবি বাজারে করলা নিয়ে আসেন চাষিরা।
বিক্রির জন্য সিঅ্যান্ডবি বাজারে করলা নিয়ে আসেন চাষিরা।
গাড়ি করে করলা নেওয়া হবে দেশের বিভিন্ন বাজারে।
গাড়ি করে করলা নেওয়া হবে দেশের বিভিন্ন বাজারে।
ভাজি, ভর্তা ছাড়াও নানা ধরনের তরকারি হয় করলা দিয়ে।
ভাজি, ভর্তা ছাড়াও নানা ধরনের তরকারি হয় করলা দিয়ে।
সিঅ্যান্ডবি বাজার থেকে করলা যায় বিভিন্ন স্থানে।
সিঅ্যান্ডবি বাজার থেকে করলা যায় বিভিন্ন স্থানে।