বাসের ধাক্কায় ছিটকে গেল আরেক বাস, প্রাণ গেল দুজনের

যাত্রী নিয়ে দুটি বাসই রংপুর ছাড়ছিল। কিন্তু একটি বাস আরেকটি বাসকে সামনে দিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। ধাক্কার জোরে বাস ছিটকে সড়কের পাশে চলে যায়। দুটি বাসের এই সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। 

আজ শুক্রবার দুপুরে রংপুর জেলা বাস টার্মিনাল–সংলগ্ন সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরের দিকে যাত্রী নিয়ে রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিল এমকে এন্টারপ্রাইজ নামের একটি মিনিবাস। অন্যদিকে মায়ের দোয়া পরিবহন নামে আরেকটি যাত্রীবাহী মিনিবাস যাচ্ছিল গাইবান্ধায়। দুটি বাসে আনুমানিক ৪০ জন যাত্রী ছিলেন। রংপুর ছাড়ার সময় এমকে এন্টারপ্রাইজ নামে বাসটিকে মায়ের দোয়া পরিবহন ধাক্কা দেয়। বাস দুটির সংঘর্ষে একটি বাসের চালকের সহকারী ও এক যাত্রী ঘটনাস্থলেই প্রাণ হারান। তবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় দুটি বাসের আরও সাত যাত্রী আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুটি বাসকে সরিয়ে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার পরিদর্শক মুক্তারুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, আহত লোকজনকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।