যশোরে প্রথমা প্রকাশনের বইমেলা

যশোর ইনস্টিটিউটের পাঠকক্ষে ছয় দিনব্যাপী বইমেলা শুরু হচ্ছে সোমবার থেকে। ওই দিন বিকেল চারটায় মেলার উদ্বোধন ঘোষণা করবেন যশোরের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল। যশোরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত থাকবেন। প্রথমা প্রকাশন এ মেলার আয়োজক।

মেলায় প্রথমা প্রকাশন ও বেঙ্গল পাবলিকেশন্সের বই এবং দেশি-বিদেশি বইয়ের সমারোহ থাকছে। একুশে বইমেলার নতুন বইও মেলায় পাওয়া যাবে। বিশেষ ছাড়ে এসব বই বিক্রি করা হবে। প্রথমার বইয়ে ৩০ থেকে ৬০ শতাংশ, বেঙ্গলের বইয়ে ২৫ থেকে ৫০ শতাংশ ও অন্যান্য প্রকাশনীর বইয়ে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া ভারতীয় বইয়ে এক রুপির বিপরীতে ১ দশমিক ৫০ পয়সা থেকে ৮০ পয়সা পর্যন্ত দাম নেওয়া হবে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। ২২ সেপ্টেম্বর শেষ হবে মেলা।