সাইবার আইন সংস্কার প্রয়োজন: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন

দেশের বৃহত্তর স্বার্থে সাইবার অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে সাইবারসংক্রান্ত আইন সংস্কার প্রয়োজন বলে মত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ রোববার বিকেলে অনুষ্ঠিত এক সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, সাইবার অপরাধ দ্রুত বাড়ছে, যা বিশ্ব সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয়। পারস্পরিক সম্পৃক্ততার আজকের এই বিশ্বে সাইবার ক্রাইম, নিরাপত্তা ও ডিজিটাল ইন্টেলিজেন্সের প্রাসঙ্গিকতা আছে। যতই সম্পৃক্ততা বাড়ছে, ততই ঝুঁকি বাড়ছে। সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতারণাসহ সাইবার আক্রমণের কারণে আমরা আরও নাজুক হয়ে পড়ছি। দেশের বৃহত্তর স্বার্থে সাইবার অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে সাইবারসংক্রান্ত আইন সংস্কার প্রয়োজন।

‘প্রথম সিনিয়র অ্যাডভোকেট ওজায়ের ফারুক মেমোরিয়াল ল কনফারেন্স ২০১৮’ শিরোনামে দুই দিনের ওই সম্মেলনের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। স্বাগত বক্তব্য দেন আইন অনুষদের ডিন রহমত উল্লাহ। অন্যদের মধ্যে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জয়নুল আবেদীন, আইনজীবী ইমতিয়াজ ফারুক প্রমুখ বক্তব্য দেন।

আয়োজকেরা জানান, ডিজিটাল সিকিউরিটি অ্যান্ড সাইবার ক্রাইম, এনভায়রনমেন্টাল, ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ক্লাইমেট জাস্টিস, কনস্টিটিউশনাল রাইটস অ্যান্ড রেমাডিস ও হিউম্যান রাইটস, রিফিউজি রাইটস অ্যান্ড রিয়্যালিটি—এই চার বিষয় সামনে রেখে ওই সম্মেলন। জ্যেষ্ঠ আইনজীবী ওজায়ের ফারুকের স্মরণে ওই সম্মেলনের আয়োজন করা হয়। ওজায়ের ফারুক ২০০২ ও ২০০৩ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।