কাদা-গর্তে সাবধান!

খানাখন্দে ভরা রাস্তায় জমে আছে পানি। আর অল্প বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা, কোথাও হাঁটুসমান কাদা জমে। ফলে বৃষ্টি হলেই চরম ভোগান্তি পোহাতে হয় সারুলিয়া এলাকাবাসীর। স্থানীয় লোকজনের অভিযোগ, চার-পাঁচ মাস আগে ঢাকার ডেমরার সারুলিয়ার প্রধান এই সড়কের কাজ শুরু হলেও কাজের অগ্রগতি নেই। পশ্চিম টেংরার ক্যানেলপাড় থেকে টেংরা চৌরাস্তা পর্যন্ত এই বেহাল সড়কের চিত্রগুলো শনিবার তোলা।

কর্দমাক্ত রাস্তাটি সাবধানে পার হচ্ছে এই ছোট্ট শিক্ষার্থী।
কর্দমাক্ত রাস্তাটি সাবধানে পার হচ্ছে এই ছোট্ট শিক্ষার্থী।
কাদা ও খানাখন্দে ভরা সড়কটি পার হতে এই শিশুটির মতোই অনেক কসরত করতে হয়।
কাদা ও খানাখন্দে ভরা সড়কটি পার হতে এই শিশুটির মতোই অনেক কসরত করতে হয়।
সড়কে কাদা-গর্ত এতটাই বিপজ্জনক যে ট্রাক চলতে গিয়েও নিয়মিত আটকা পড়ে।
সড়কে কাদা-গর্ত এতটাই বিপজ্জনক যে ট্রাক চলতে গিয়েও নিয়মিত আটকা পড়ে।
রিকশায় চড়লেও থাকতে হয় আতঙ্কে।
রিকশায় চড়লেও থাকতে হয় আতঙ্কে।
স্কুল ছুটির পর জল-কাদা ঠেলে সড়ক পার হচ্ছে এক শিক্ষার্থী।
স্কুল ছুটির পর জল-কাদা ঠেলে সড়ক পার হচ্ছে এক শিক্ষার্থী।
রাস্তা পারাপারে দুর্ভোগের শেষ থাকে না এলাকাবাসীর।
রাস্তা পারাপারে দুর্ভোগের শেষ থাকে না এলাকাবাসীর।