বিমানযাত্রীর সিটের নিচে ৪০ সোনার বার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস বিভাগ। আজ বুধবার সকাল ৬টা ৪৩ মিনিটে অবতরণ করা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজের (বিজি ২২৮) এক যাত্রীর সিটের নিচে রাখা ছিল এ বারগুলো। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. এনামুল হক সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্রে জানা গেছে, ফ্লাইটটি আবুধাবি থেকে ৬টা ৪৩ মিনিটে সিলেটে অবতরণ করে। ১০/এ সিটের নিচে এই সোনার বারগুলো পাওয়া যায়। বারগুলোর মোট ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম। এর দাম আনুমানিক ১ কোটি ৯০ লাখ টাকার মতো।

৭ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীর সিটের নিচে তল্লাশি করা হয়। সেখান থেকে ৪০টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক করা ব্যক্তির নাম জাহিদ মিয়া (৩২)। তিনি সিলেট নগরের শেখঘাট এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। এ ঘটনায় সিলেট বিমানবন্দর থানায় মামলার প্রস্তুতি চলছে। সোনা বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করা হবে।