আফজাল শরীফের চিকিৎসায় ২০ লাখ অনুদান প্রধানমন্ত্রীর

অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা, ১৯ সেপ্টেম্বর। ছবি: বাসস
অভিনেতা আফজাল শরীফকে চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা, ১৯ সেপ্টেম্বর। ছবি: বাসস

অভিনয়শিল্পী আফজাল শরীফের অসুস্থতার খবর শুনে তাঁর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসংখ্য নাটক ও চলচ্চিত্রে অভিনয় করা এই শিল্পীর চিকিৎসা সহায়তার জন্য তাঁকে ২০ লাখ টাকার অনুদান দিয়েছেন। আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আফজাল শরীফকে ডেকে এনে এই অনুদানের চেক তাঁর হাতে তুলে দেওয়া হয়। গুণী এই অভিনয়শিল্পীকে অর্থ অনুদানের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন।

আশরাফুল আলম জানান, আফজাল শরীফকে অর্থ অনুদান দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন মুখ্যসচিব নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মো. জয়নুল আবেদীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ছয় বছর ধরে আফজাল শরীফ কোমর ও হাড়ের ব্যথায় ভুগছেন। কাজের চাপ বেড়ে গেলে ব্যথা আরও বেড়ে যায়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনয়শিল্পীকে কিছুদিন পর পর থেরাপি নিতে হয়। যাবতীয় চিকিৎসাসেবা নিতে জনপ্রিয় এই কৌতুক অভিনেতার মোটা অঙ্কের খরচ গুনতে হচ্ছে। অভিনয় করে তা চালিয়ে নিতে পারছেন না। এই কষ্টের কথা প্রধানমন্ত্রী জানার পর চিকিৎসার জন্য দ্রুত পদক্ষেপ নেন।

প্রধানমন্ত্রীর কাছ থেকে অর্থ অনুদান পাওয়ায় তাঁর প্রতি কৃতজ্ঞ আফজাল শরীফ। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিল্পী হিসেবে কতটা কী হতে পেরেছি জানি না, একজন সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, প্রধানমন্ত্রীর তুলনা তিনি নিজেই। এত উদারমনা ও সংস্কৃতিবান্ধব একজন ব্যক্তিত্বকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি, এটা পরম সৌভাগ্যের। তিনি আমার স্বাস্থ্য ও পরিবারের খোঁজ নিয়েছেন। আমার মতো একজন সাধারণকে নিয়ে তিনি ভেবেছেন, এটা ভেবেই অন্য রকম অনুভূতি হয়।’

চলচ্চিত্রে অভিনয়ের জন্য আফজাল শরীফ ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০’ পেয়েছেন। বদিউল আলম খোকন পরিচালিত এই ছবির নাম ‘নিঃশ্বাস আমার তুমি’। আফজাল শরীফ এখন ধারাবাহিক নাটকের শুটিং ছাড়াও দুটি ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ও ‘আমার মা আমার বেহেশত’ ছবির কাজ নিয়ে ব্যস্ত। আগামী ৫ অক্টোবর মুক্তি পাবে তাঁর অভিনীত ‘পবিত্র ভালোবাসা’ ছবিটি।