ভবন ভাঙার সময় গ্যাস লাইন বিস্ফোরণ, দগ্ধ ৪

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানার সীমানার ভেতরে ভবন ভাঙার কাজ করার সময় গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে চারজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার চান্দুরা এলাকায় অ্যাপেক্স হোল্ডিং লিমিটেডে গার্মেন্টসের ভেতর এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন রিপন, গোলজার, শাহেদ মিয়া ও জহিরুল। তাঁরা সবাই শ্রমিক। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জহিরুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আহত শ্রমিকদের দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ওই গার্মেন্টসের মেডিকেল সহকারী সুমন্ত রায়। তিনি জানান, গার্মেন্টসের সীমানার ভেতরে ছোট একটি ভবন ভাঙার কাজ করছিলেন তাঁরা। হঠাৎ ওই ভবনের গ্যাসের লাইন বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে ভবন ভাঙার কাজে নিয়োজিত ওই চার শ্রমিক আহত হন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহত তিনজনের শরীরে ২৫ থেকে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।