জাতিসংঘের অধিবেশন চলাকালে দুটি পুরস্কার গ্রহণ করবেন শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৩তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছাড়েন। আজ লন্ডনের স্থানীয় সময় বিকেলে যুক্তরাজ্যে পৌঁছাবেন তিনি। সেখানে তিনি দুদিন যাত্রাবিরতি করবেন। এরপর রোববার তিনি লন্ডন থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেবেন।

২৭ সেপ্টেম্বর বাংলায় জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ৭৩তম অধিবেশন ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। জাতিসংঘ সাধারণ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি পুরস্কার গ্রহণ করবেন। গ্লোবাল নিউজ এজেন্সি ইন্টার প্রেস সার্ভিস (আইপিএস) রোহিঙ্গা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের জন্য তাঁকে সংগঠনটির পক্ষ থেকে তার অত্যন্ত মর্যাদাশীল ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করবে। তা ছাড়া গ্লোবাল হোপ কোয়ালিশন তাঁকে ‘২০১৮ স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড’ প্রদান করবে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা সভায় তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।

২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা।