প্রেমের ফাঁদে ফেলে...

প্রেমের ফাঁদে ফেলে টাকা আদায়ের অভিযোগে চার নারীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার দুপুরের মধ্যে তাঁদের গ্রেপ্তার করা হয়। নওগাঁ সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার হারুন মণ্ডল (৩৬), নওগাঁ পৌর এলাকার আরিফ হোসেন (৩০), নূর ইসলাম ওরফে নোবেল (২০), মো. আশিক (১৯), শান্তা খাতুন (৩০), নিপা খাতুন (৩২) ও সন্ধ্যা খাতুন (১৯) এবং বগুড়ার আদমদীঘি উপজেলার রিয়া খাতুন (৩০)।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা সাধারণ মানুষকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা করতেন। তাঁরা বিভিন্ন ধনাঢ্য ব্যক্তি, ব্যবসায়ী ও চাকরিজীবীকে সুযোগ বুঝে মোবাইল ফোন ও বিভিন্ন মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলতেন। এরপর বাড়িতে নিয়ে মেয়েদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলতেন। ওই ছবিগুলো ইন্টারনেটে প্রকাশ করার ভয় দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন।

ওসি আরও বলেন, সম্প্রতি ওই চক্রের এক নারী প্রেমের ফাঁদে ফেলে এক ব্যবসায়ীকে বাড়িতে নিয়ে অন্তরঙ্গ মুহূর্তের ছবি তোলেন। এরপর ওই সব ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে ৮০ হাজার টাকা দাবি করেন। পরে ওই ব্যক্তি থানায় অভিযোগ করলে পুলিশ বৃহস্পতিবার রাতে হারুন মণ্ডলকে আটক করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি সাতজনকে আটক করা হয়। এ ব্যাপারে নওগাঁ সদর থানায় মামলা হয়েছে। পরে ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।