শুরু হলো দুই দিনব্যাপী ক্যারিয়ার উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ক্যারিয়ার উৎসবের আয়োজন করা হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ক্যারিয়ার উৎসবের আয়োজন করা হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদে শুরু হয়েছে দুই দিনব্যাপী ক্যারিয়ার উৎসব। ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজক অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টস (এসিসিএ)। গতকাল শনিবার থেকে এই উৎসব শুরু হয়।

উৎসবে ৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজকেরা জানান, শিক্ষার্থী, পেশাজীবী ও প্রতিষ্ঠানের মধ্যে একটি যোগাযোগ স্থাপন করাই এই উৎসবের লক্ষ্য।

এসিসিএর বিজনেস রিলেশনশিপ ম্যানেজার রেহানা সুলতানা বলেন, এই আয়োজন শুধু যোগাযোগই স্থাপন করছে না, এর পাশাপাশি চাকরিপ্রার্থীদের দক্ষতা অর্জনের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

রেহানা সুলতানা আরও বলেন, উৎসবে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর আলাদা আলাদা স্টলে শিক্ষার্থীরা জীবনবৃত্তান্ত জমা দিচ্ছেন। যেগুলো যাচাই–বাছাই শেষে প্রতিষ্ঠানগুলো উপযুক্ত প্রার্থীদের নির্বাচন করবে।

আয়োজকেরা জানান, ২০১৪ সালে প্রথমবার এই উৎসবের আয়োজন করা হয়। এরপর প্রতিবছর ব্যাবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে উৎসবের আয়োজন করা হচ্ছে।