সরকারি হলো আরও ৪৩ স্কুল

দেশের আরও ৪৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। এ বিষয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলো ৫৭৪টি।

যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও একটি করে কলেজকে সরকারি করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৪৩টি বিদ্যালয়কে সরকারি করা হলো। সরকারের সিদ্ধান্ত মোট তিন শতাধিক বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারীকরণ করা হবে। সরকারি হওয়া বিদ্যালয়গুলোর শিক্ষকেরা অন্যত্র বদলি হতে পারবেন না।