এবার পরিস্থিতি 'ভিন্ন' দেখছেন এমাজউদ্দীন

এমাজউদ্দীন আহমদ। ফাইল ছবি
এমাজউদ্দীন আহমদ। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেছেন, বিএনপির সঙ্গে ড. কামাল হোসেন ও এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী জাতীয় ঐক্য প্রক্রিয়ায়  আসায়, তাঁরা সরকারের বিরুদ্ধে নামায় এবার পরিস্থিতি ভিন্ন।

আজ বুধবার ঢাকায় সেগুনবাগিচায় ‘ইভিএম বর্জন: জাতীয় নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন এমাজউদ্দীন আহমদ।

এমাজউদ্দীন আহমদ বলেন, জাতীয় ঐক্য দেখে ক্ষমতাসীন দল ‘ভীত-সন্ত্রস্ত’ হয়ে গেছে। এই ঐক্য প্রক্রিয়া ৮৮ হাজার গ্রামে ছড়িয়ে দিতে হবে। এ জন্য তরুণদের সবার আগে এগিয়ে আসতে হবে।

খালেদা জিয়ার প্রসঙ্গে এমাজউদ্দীন আহমদ বলেন, ৭৩ বছরের ভদ্র মহিলাকে বাসযোগ্য নয়, এমন একটি কারাগারে রাখা হয়েছে। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। তিনি আরও বলেন, ‘সময় ঘনিয়ে আসছে, তিনি তাঁর ইচ্ছামতো জায়গাতে চিকিৎসা করাবেন।’

নির্বাচনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। পাশাপাশি ইভিএম বাতিল করে নির্বাচনে সেনাবাহিনীর কর্তৃত্ব আরও বাড়াতে হবে, সামরিক কর্মকর্তাদের পোলিং সেন্টারের কর্তৃত্ব দিতে হবে।