সমাবেশের অনুমতি পেল বিএনপি

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল রোববার সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ২২ শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সমাবেশের অনুমতি নিতে ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করে বিএনপির দুই সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী ও সহসাংগঠনিক সম্পাদক আবসুদ সালাম আজাদ ছিলেন।

এ বিষয়ে শহীদ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সমাবেশের জন্য ডিএমপি অনুমতি দিয়েছে। আগামীকাল বেলা একটা থেকে বিএনপির সমাবেশ শুরু হবে। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে সমাবেশ শেষ করার পরিকল্পনা আছে।

২৪ সেপ্টেম্বর বিএনপি ও আওয়ামী লীগ একই সঙ্গে ২৯ সেপ্টেম্বর সমাবেশ করার ঘোষণা দেয়। পরে ২৯ তারিখ বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ। এরপর বিএনপি ৩০ তারিখ সমাবেশ করার অনুমতি চাইলে পুলিশ তাদের সমাবেশ করার অনুমতি দেয়। আজ বেলা তিনটায় রাজধানীর মহানগর নাট্যমঞ্চে নাগরিক সমাবেশ করবে ক্ষমতাসীন ১৪–দলীয় জোট।