পাঠকের সঙ্গে বিজ্ঞানচিন্তা

‘পাঠকের সঙ্গে বিজ্ঞানচিন্তা’র পঞ্চম পর্বের অনুষ্ঠানে পাঠকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধান অতিথি মাসিক ‘উন্মাদ’ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব। ছবি: প্রথম আলো
‘পাঠকের সঙ্গে বিজ্ঞানচিন্তা’র পঞ্চম পর্বের অনুষ্ঠানে পাঠকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধান অতিথি মাসিক ‘উন্মাদ’ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব। ছবি: প্রথম আলো

বিজ্ঞানচিন্তার আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয় মাসিক সভা ‘পাঠকের সঙ্গে বিজ্ঞানচিন্তা’র পঞ্চম পর্ব। ‘বিজ্ঞানচিন্তা’ নিয়ে পাঠকেরা কী ভাবেন, এটাকে কীভাবে আরও সুন্দর করা যায়, কী কী পরিবর্তন আনলে এটি আরও পাঠকবান্ধব হবে ইত্যাদি ছিল এই আয়োজনের উদ্দেশ্য।

‘পাঠকের সঙ্গে বিজ্ঞানচিন্তা’র পঞ্চম পর্বের অনুষ্ঠানে পাঠকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশেষ অতিথি বিজ্ঞান বক্তা আসিফ। ছবি: প্রথম আলো
‘পাঠকের সঙ্গে বিজ্ঞানচিন্তা’র পঞ্চম পর্বের অনুষ্ঠানে পাঠকের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন বিশেষ অতিথি বিজ্ঞান বক্তা আসিফ। ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসিক ‘উন্মাদ’ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব এবং বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান বক্তা আসিফ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ‘বিজ্ঞানচিন্তা’র সম্পাদক আব্দুল কাইয়ুম।

‘পাঠকের সঙ্গে বিজ্ঞানচিন্তা’র পঞ্চম পর্বে মাসিক ‘উন্মাদ’ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব, বিজ্ঞান বক্তা আসিফ ও ‘বিজ্ঞানচিন্তা’র সম্পাদক আব্দুল কাইয়ুম। ছবি: প্রথম আলো
‘পাঠকের সঙ্গে বিজ্ঞানচিন্তা’র পঞ্চম পর্বে মাসিক ‘উন্মাদ’ ম্যাগাজিনের সম্পাদক আহসান হাবীব, বিজ্ঞান বক্তা আসিফ ও ‘বিজ্ঞানচিন্তা’র সম্পাদক আব্দুল কাইয়ুম। ছবি: প্রথম আলো

‘বিজ্ঞানচিন্তা’য় নিয়মিত ‘বিজ্ঞান রম্য’ লেখেন আহসান হাবীব। বিজ্ঞান রম্য লেখার জীবনের স্মৃতিচারণা করেন তিনি। উপস্থিত পাঠকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন দেশসেরা এই কার্টুনিস্ট। এরপর আলোচনা করেন বিজ্ঞান বক্তা আসিফ। বিজ্ঞানের কোনো বিষয় কীভাবে পরিষ্কার হয়, সে ব্যাপারে নিজের অভিজ্ঞতার কথা বলেন। মহাবিশ্বের প্রাণের অনুসন্ধান ও মানুষের বৈজ্ঞানিক ইতিহাস নিয়েও তিনি আলোকপাত করেন। এসব নিয়ে পাঠকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন।

‘বিজ্ঞানচিন্তা’র মাসিক সভা ‘পাঠকের সঙ্গে বিজ্ঞানচিন্তা’র পঞ্চম পর্বে পাঠকেরা। ছবি: প্রথম আলো
‘বিজ্ঞানচিন্তা’র মাসিক সভা ‘পাঠকের সঙ্গে বিজ্ঞানচিন্তা’র পঞ্চম পর্বে পাঠকেরা। ছবি: প্রথম আলো

সি এ ভবনের পঞ্চম তলায় অনুষ্ঠানের শেষ দিকে ছিল কুইজ পর্ব। বিজ্ঞান ও ‘বিজ্ঞানচিন্তা’র নানা বিষয় নিয়ে পাঠকদের প্রশ্ন করা হয়। সঠিক জবাব দিয়ে পাঠকেরা জিতে নেন আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানে ‘বিজ্ঞানচিন্তা’র নির্বাহী সম্পাদক, সহসম্পাদক, সম্পাদনা দল এবং নিয়মিত লেখকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞানচিন্তার মাসিক সভায় অতিথির সঙ্গে পাঠকেরা। ছবি: প্রথম আলো
বিজ্ঞানচিন্তার মাসিক সভায় অতিথির সঙ্গে পাঠকেরা। ছবি: প্রথম আলো