সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনেন

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। প্রথম আলো ফাইল ছবি
এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। প্রথম আলো ফাইল ছবি

বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘জাতীয় ঐক্যের বিরোধিতা করবেন না। সংসদ ভেঙে দেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনেন। তারপর নির্বাচন দিন। যে রায় হবে সেটাও মেনে নিন।’

আজ বিকেলে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে প্রজন্ম বাংলাদেশ আয়োজিত রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে সরকারের উদ্দেশে বি চৌধুরী এসব কথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন। অনুষ্ঠানটি শুরু হয় নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর সন্ধ্যা ছয়টার একটু আগে।

অনুষ্ঠানে বি চৌধুরী বলেন, ‘সরকার বলেছে জাতীয় ঐক্য হলে তা প্রতিরোধ করবে। আমার প্রশ্ন হলো, এটা কি গণতন্ত্রের ভাষা? এটা কি সরকারের ভাষা হতে পারে? এটা কি রাষ্ট্রের ভাষা?’ 

এ সময় সরকারের উদ্দেশে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘দেশ আমরা আপনাদের কাছে ইজারা দিইনি। এই বক্তব্য প্রত্যাহার করুন। এই বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চান।’ তিনি আরও বলেন, ‘২০১৪ সালে সরকার প্রহসনের সংসদ নির্বাচন করেছে। তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। বলে, গণতন্ত্র কম হলে উন্নয়ন বেশি হয়। কিন্তু আমরা বলতে চাই, দেশের উন্নয়ন হবে, গণতন্ত্রও থাকবে।’
প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘আশা করি নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ থাকবে। পুলিশ ভাইদের বলছি, আপনারাও নিরপেক্ষ হয়ে যান।’
জাতীয় ঐক্য প্রসঙ্গে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় ঐক্য হবে। বিএনপি  কী বলে, আমরা সেই অপেক্ষায় আছি।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিকল্পধারার মহাসচিব এম এ মান্নান, সাবেক সাংসদ শহীদুল হক জামাল, প্রজন্ম বাংলাদেশের চেয়ারম্যান মাহি বি চৌধুরী প্রমুখ।