চট্টগ্রামে গান আর কথামালায় 'কিআনন্দ' শুরু

কিশোর আলোর পাঁচ বছর পূর্তি উৎসবের অনুষ্ঠানে ছবি আঁকার আয়োজন । নাসিরাবাদ সরকারি স্কুল, চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর। ছবি: সৌরভ দাশ
কিশোর আলোর পাঁচ বছর পূর্তি উৎসবের অনুষ্ঠানে ছবি আঁকার আয়োজন । নাসিরাবাদ সরকারি স্কুল, চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর। ছবি: সৌরভ দাশ

পথচলার পাঁচ বছর উদ্‌যাপন উপলক্ষে মাসিক পত্রিকা কিশোর আলোর উদ্যোগে আজ শুক্রবার চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী উৎসব ‘লাভেলো–কিআনন্দ ২০১৮ ’।

সকাল সাড়ে নয়টায় নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে বেলুন উড়িয়ে এই আনন্দ আয়োজনের উদ্বোধন করেন কুমিল্লা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবুল হক। এ সময় উপস্থিত ছিলেন কিশোর আলোর সম্পাদক আনিসুল হক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। এরপর অভ্যুদয় সংগীতাঙ্গনের শিল্পীরা পরিবেশন করেন জাতীয় সংগীত।

পরে বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় শুরু হয় কথামালা। উদ্বোধনী বক্তব্যে মাহবুবুল হক বলেন, ‘নানা সৃজনশীলতা, নানা অনুভূতি আর মনের জানালা খুলে দেওয়ার পত্রিকা কিশোর আলোর পাঁচ বছর পার করেছে। এই দিনে সব কিশোরকে অভিনন্দন। তোমরা কিশোর আলো পড়ো। নিজেকে গড়ে তোলো।’

আনিসুল হক বলেন, ‘শুধু জিপিএ-৫ পেলে হবে না। পৃথিবীতে যাঁরা বড় হয়েছেন, তাঁরা সবাই জিপিএ-৫ পাননি। জিপিএ-৫ পেলেও মানুষ হওয়া যায়, না পেলেও হওয়া যায়। কিন্তু সংস্কৃতির চর্চা করতে হবে। বই পড়তে হবে। তবেই মানুষের মতো মানুষ হওয়া যাবে। এর আগে শিশুরা অংশ নেয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায়।’

কিশোর আলোর পাঁচ বছর পূর্তি উৎসবের অনুষ্ঠানে সংগীত পরিবেশনা। নাসিরাবাদ সরকারি স্কুল, চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর। ছবি: সৌরভ দাশ
কিশোর আলোর পাঁচ বছর পূর্তি উৎসবের অনুষ্ঠানে সংগীত পরিবেশনা। নাসিরাবাদ সরকারি স্কুল, চট্টগ্রাম, ৫ সেপ্টেম্বর। ছবি: সৌরভ দাশ

দিনব্যাপী অনুষ্ঠানে আরও ছিল গণিতে স্বর্ণপদক জয়ী আহমেদ জাওয়াদ চৌধুরী ও কার্টুনিস্ট নাঈমুর রহমানের প্রেরণাদায়ী কথামালা। কিশোর আলোর সহসম্পাদক দলের সদস্যরা শোনাবেন ছয় বছরে পা দেওয়ার গল্প। এ ছাড়া থাকবে রাজীব বসাকের জাদু। মঞ্চের পাশাপাশি মূল মাঠে সকাল নয়টায় শুরু হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আসর।

আয়োজনের দ্বিতীয় পর্বের আসর শুরু হবে বেলা আড়াইটায়। শুরুতেই থাকবে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা। এরপর মঞ্চে থাকবে, তিশা দেওয়ান ও ডি রকস্টার শুভর পরিবেশনা। সব শেষে থাকবে উৎসবের অন্যতম আকর্ষণ ব্যান্ড দল জলের গানের পরিবেশনা।

এই আনন্দ আয়োজন সবার জন্য উন্মুক্ত। তবে সঙ্গে নিয়ে যেতে হবে গত ছয় মাসের যেকোনো একটি কিশোর আলো।