প্রস্তুতির জন্য অনলাইন পরামর্শ আড্ডা

তামিম শাহরিয়ার
তামিম শাহরিয়ার

স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক-প্রথম আলো আন্তস্কুল ও কলেজ প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকদের সহায়তা দেওয়ার জন্য প্রথম অনলাইন পরামর্শ আড্ডা হয়ে গেল ৬ অক্টোবর সন্ধ্যায়।

গুগল হ্যাং-আউটে অনুষ্ঠিত এই আড্ডার মূল বিষয় ছিল কীভাবে প্রোগ্রামিং শেখা শুরু করতে হয়।

সিঙ্গাপুরভিত্তিক রাইড শেয়ারিং সেবা গ্র্যাবের সফটওয়্যার প্রকৌশলী ও প্রোগ্রামিংবিষয়ক একাধিক বইয়ের লেখক তামিম শাহরিয়ার এই আড্ডা সঞ্চালনা করেন।

দুই শতাধিক শিক্ষার্থী আড্ডায় অংশ নেন।

শুরুতেই তামিম শাহরিয়ার জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিবছর ১০ হাজারের বেশি শিক্ষার্থী কম্পিউটার সায়েন্স নিয়ে লেখাপড়া করে বের হন। কিন্তু মাত্র কয়েক শ শিক্ষার্থী পাওয়া যায়, যাঁরা প্রোগ্রামিংয়ে মোটামুটি দক্ষ। এর কারণ সঠিকভাবে প্রোগ্রামিং শেখা শুরু করতে না পারা। এ জন্য শুরু থেকেই সঠিকভাবে প্রোগ্রামিং শেখার কাজটা করার পরামর্শ দেন তিনি।

কীভাবে প্রোগ্রামিং শেখা শুরু করা যায়, কীভাবে অনুশীলন করত হয়, মূলত এসব নিয়েই আলোচনা হয়। আলোচনার শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তামিম শাহরিয়ার।

ভিডিওটি ইউটিউবে দেখা যাবে এখান থেকে: 

পরবর্তী অনলাইন আড্ডার সময়সূচি জানার জন্য নজর রাখুন এই পাতায়।