৫ শতাংশ কোটার দাবিতে প্রতিবন্ধীদের শাহবাগে অবস্থান

শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। শাহবাগ, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার
শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। শাহবাগ, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। আজ সোমবার বেলা তিনটা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে ‘বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ’ এই কর্মসূচি পালন করছে।

সংগঠনটির নেতারা বলছেন, সরকারি চাকরিতে ৫ শতাংশ প্রতিবন্ধী কোটা সংরক্ষণের দাবিতে তাঁরা এই অবস্থান কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এ বিষয়ে ১১ দফা দাবি তুলে ধরে সন্ধ্যায় তাঁরা সংবাদ সম্মেলন করবেন।

পাঁচ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে শাহবাগে স্লোগান দিচ্ছেন প্রতিবন্ধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। শাহবাগ, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার
পাঁচ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে শাহবাগে স্লোগান দিচ্ছেন প্রতিবন্ধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। শাহবাগ, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার

এ দিকে পৃথক স্থানে বিকেল পাঁচটা থেকে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামে সংগঠনটির সদস্যরা সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। শাহবাগের গোলচত্বরে যানবাহন স্বাভাবিক রেখেই পৃথক দুটি স্থানে এই অবস্থান কর্মসূচি চলছে।

গতকাল রোববার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বহালের দাবিতে আজ সোমবার বেলা তিনটা থেকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। তবে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তাঁদের দেখা পাওয়া যায়নি।

সড়ক অবরোধ করে পাঁচ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। শাহবাগ, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার
সড়ক অবরোধ করে পাঁচ শতাংশ কোটা সংরক্ষণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রতিবন্ধী শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। শাহবাগ, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার

প্রসঙ্গত, গত বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা। প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিলের যে সুপারিশ করেছিল সরকারি কমিটি, তাতে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অর্থাৎ ৯ম থেকে ১৩তম গ্রেড পর্যন্ত চাকরিতে কোনো কোটা থাকবে না। এসব পদে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন হয়।