চকবাজারের লেকমে, ট্রেসেমি, জনসন!

>

পুরান ঢাকার চকবাজারে কয়েকটি নকল প্রসাধনসামগ্রী তৈরির কারখানা ও গুদামে অভিযান চালিয়েছে র‍্যাব-১০ ও বিএসটিআইয়ের একটি দল। সোমবার দুপুরে নির্বাহী হাকিম সারওয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। কারখানাগুলোতে লেকমে, ট্রেসেমি, জনসন অ্যান্ড জনসন, ইউনিলিভারসহ অনেক নামী কোম্পানির নকল প্রসাধন পণ্য তৈরি হতো। এই কাজের সঙ্গে জড়িত ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে তিনটি কারখানা এবং ৮টি গুদাম সিলগালা করে দেওয়া হয়। ছবিগুলো সোমবারের।

চকবাজারের ইমামগঞ্জে একটি গুদামে রাখা অসংখ্য নকল প্রসাধনসামগ্রী।
চকবাজারের ইমামগঞ্জে একটি গুদামে রাখা অসংখ্য নকল প্রসাধনসামগ্রী।
পাত্রে গরম করা হচ্ছে লিপস্টিকের উপাদান। লেকমের নামে সেই লিপস্টিক বাজারজাত করা হয়।
পাত্রে গরম করা হচ্ছে লিপস্টিকের উপাদান। লেকমের নামে সেই লিপস্টিক বাজারজাত করা হয়।
লিপস্টিকের গায়ে লেকমের নকল লোগো লাগানো হচ্ছে।
লিপস্টিকের গায়ে লেকমের নকল লোগো লাগানো হচ্ছে।
সাজিয়ে রাখা হয়েছে লেকমের নকল আই লাইনার।
সাজিয়ে রাখা হয়েছে লেকমের নকল আই লাইনার।
বিভিন্ন ব্রান্ডের নামে কারখানায় তৈরি হচ্ছে নকল আই লাইনার। এগুলো আই লাইনার তৈরির উপাদান।
বিভিন্ন ব্রান্ডের নামে কারখানায় তৈরি হচ্ছে নকল আই লাইনার। এগুলো আই লাইনার তৈরির উপাদান।
প্রসাধনসামগ্রীর মোড়কে লাগানো হয় এই ভুয়া বারকোড।
প্রসাধনসামগ্রীর মোড়কে লাগানো হয় এই ভুয়া বারকোড।
লেকমের নকল লিপস্টিকের ছাঁচ।
লেকমের নকল লিপস্টিকের ছাঁচ।
চকবাজারে তৈরি হচ্ছে প্রায় সকল ব্রান্ডের নকল পণ্য।
চকবাজারে তৈরি হচ্ছে প্রায় সকল ব্রান্ডের নকল পণ্য।