ছাত্রীকে যৌন হয়রানি, ছাত্রলীগের দুই কর্মী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক ছাত্রীকে যৌন নির্যাতনের প্রতিবাদে ‘যৌন নিপীড়নবিরোধী সচেতন নাগরিক সমাবেশ’ করে মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, সদরঘাট, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এক ছাত্রীকে যৌন নির্যাতনের প্রতিবাদে ‘যৌন নিপীড়নবিরোধী সচেতন নাগরিক সমাবেশ’ করে মহিলা পরিষদ, ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পীগোষ্ঠী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ, সদরঘাট, ঢাকা, ৮ অক্টোবর। ছবি: দীপু মালাকার

সম্মান প্রথম বর্ষে ভর্তি–ইচ্ছুক ছাত্রীকে যৌন হয়রানি করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের দুই কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার হওয়া ছাত্রলীগের দুই কর্মী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র জয়নুল আবেদীন ও মোবারক।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোস্তফা কামাল সাংবাদিকদের ছাত্রলীগের ওই দুই কর্মীকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক তদন্তের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় উপাচার্য মীজানুর রহমান ওই দুজনকে সাময়িক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। এরপর বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর সূত্র জানায়, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষে মানবিক শাখার ভর্তি পরীক্ষা শেষে ওই ছাত্রীকে যৌন হয়রানি করেন জয়নুল আবেদীন ও মোবারক। তখন বিষয়টি প্রক্টরকে লিখিতভাবে জানান এই ছাত্রী। তাৎক্ষণিকভাবে ওই দুজনকে আটক করে কোতোয়ালি থানা-পুলিশের কাছে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর। কিন্তু ওই ছাত্রী থানায় লিখিত অভিযোগ না করায় ওই দিনই দুজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।