হাওরে বর্ষার রূপ

দেশের বৃহত্তম জলমহালগুলোর একটি হলো সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। পাখির কলকাকলিতে মুখরিত টাঙ্গুয়ার হাওর মাছ ও অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম। টাঙ্গুয়ার হাওর প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ। এ হাওরে নলখাগড়া, দুধিলতা, নীল শাপলা, পানিফল, শোলা, হেলঞ্চা, শতমূলি, শীতলপাটি, স্বর্ণলতা, বনতুলসী ইত্যাদিসহ দুই শ প্রজাতিরও বেশি গাছগাছালি রয়েছে। ছবিগুলো সম্প্রতি তোলা—

দেশের বৃহত্তম জলমহালগুলোর একটি টাঙ্গুয়ার হাওর। ভারতের মেঘালয়ের খাসিয়া, জৈন্তা পাহাড়ের পাদদেশে এই হাওরের সৃষ্টি
দেশের বৃহত্তম জলমহালগুলোর একটি টাঙ্গুয়ার হাওর। ভারতের মেঘালয়ের খাসিয়া, জৈন্তা পাহাড়ের পাদদেশে এই হাওরের সৃষ্টি
পাখির কলকাকলিতে মুখরিত টাঙ্গুয়ার হাওর মাছ, পাখি ও অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম।
পাখির কলকাকলিতে মুখরিত টাঙ্গুয়ার হাওর মাছ, পাখি ও অন্যান্য জলজ প্রাণীর এক বিশাল অভয়াশ্রম।
দেশের বিভিন্ন স্থান থেকে নদীপথে ট্রলারে এই অঞ্চল থেকে মালামাল পরিবহন হয়
দেশের বিভিন্ন স্থান থেকে নদীপথে ট্রলারে এই অঞ্চল থেকে মালামাল পরিবহন হয়
বারেক টিলার ওপর উঠে ঘুরে ঘুরে যাদুকাঁটা নদীর প্রাকৃতিক রূপ উপভোগ করেন পর্যটকেরা
বারেক টিলার ওপর উঠে ঘুরে ঘুরে যাদুকাঁটা নদীর প্রাকৃতিক রূপ উপভোগ করেন পর্যটকেরা
একদিকে সূর্যোদয়, নদী, হাওর আর সীমানার ওপারে বড় বড় পাহাড়
একদিকে সূর্যোদয়, নদী, হাওর আর সীমানার ওপারে বড় বড় পাহাড়
শিশুরা পর্যটকদের নিয়ে নৌকায় ভ্রমণ করে টাঙ্গুয়ার হাওরে।
শিশুরা পর্যটকদের নিয়ে নৌকায় ভ্রমণ করে টাঙ্গুয়ার হাওরে।
ভারতের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ঝিরি।
ভারতের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ঝিরি।
ছোট ছোট ছড়া/ঝরনা পর্যটকদের আকর্ষণ করে। বাংলাদেশের খাসিয়াপল্লিতে নয়নাভিরাম জলপ্রপাত। ভারতের পাহাড় থেকে এ জলপ্রপাতের সৃষ্টি।
ছোট ছোট ছড়া/ঝরনা পর্যটকদের আকর্ষণ করে। বাংলাদেশের খাসিয়াপল্লিতে নয়নাভিরাম জলপ্রপাত। ভারতের পাহাড় থেকে এ জলপ্রপাতের সৃষ্টি।
পাহাড় থেকে নেমে আসা জলধারায় পর্যটক।
পাহাড় থেকে নেমে আসা জলধারায় পর্যটক।