ঢাকায় পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন মিলার

আর্ল আর মিলার
আর্ল আর মিলার

বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন আর্ল আর মিলার। মার্কিন সিনেট তাঁর নিয়োগ অনুমোদন করেছে। মিলার রাষ্ট্রদূত হিসেবে শপথ নিয়ে ঢাকায় এসে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে নিজের পরিচয়পত্র পেশ করবেন।

ঢাকায় মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে আজ শনিবার এ তথ্য জানানো হয়েছে। আর্ল আর মিলার ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের স্থলাভিষিক্ত হচ্ছেন।

মিলার মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা। বর্তমানে তিনি বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সালে বতসোয়ানায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান মিলার।

মিলার এর আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে কনসাল জেনারেল হিসেবে (২০১১-২০১৪) দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা (আরএসও) হিসেবে ভারতের নয়াদিল্লিতে (২০০৮-২০১১), ইরাকের বাগদাদে (২০০৭-২০০৮) ও ইন্দোনেশিয়ার জাকার্তায় (২০০৪-২০০৭) দায়িত্ব পালন করেন মিলার। তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিনিয়র আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা হিসেবে (২০০০-২০০৩) দায়িত্বপালন করেছেন।