মাদক ব্যবসা সম্পূর্ণ দূর না হওয়া পর্যন্ত অভিযান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

দেশ থেকে মাদক ব্যবসা সম্পূর্ণ দূর না হওয়া পর্যন্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

শনিবার রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে র‍্যাবের আহত চার সদস্যকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার মুরাদপুরে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক সন্দেহভাজন মাদক ব্যবসায়ী নিহত এবং র‍্যাব-৭ (ফেনী ক্যাম্প)-এর উপপরিচালকসহ বাহিনীর চার সদস্য আহত হন বলে দাবি র‍্যাবের।

মন্ত্রী বলেন, ‘যদিও অভিযানকালে র‍্যাবের চার সদস্য আহত হয়েছেন, কিন্তু তাঁদের মনোবল ভাঙেনি, বরং পুনর্জীবিত হয়েছে। যাঁরা হামলায় জড়িত ছিলেন তাঁদের সবাইকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। যে ব্যক্তি মারা গেছেন, তিনি একজন বড় ধরনের মাদক ব্যবসায়ী ছিলেন। দলের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এ সময় র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।