ড. কামালের সঙ্গে জুটেছে কিছু খুচরা আধুলি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বিকেলে কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে শিবচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন। ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বিকেলে কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে শিবচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন। ছবি: পিআইডি

বিএনপির সঙ্গে ড. কামাল হোসেনের ঐক্য গড়ার কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এটি খুনি এবং সুবিধাবাদীদের মঞ্চ। ড. কামাল হোসেন, যিনি নিজেকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী দাবি করেন, তিনি খুনিদের সঙ্গে ঐক্য করেছেন। তাঁর সঙ্গে আরও জুটেছে কিছু খুচরা আধুলি

প্রধানমন্ত্রী আজ রোববার বিকেলে কাঁঠালবাড়ি ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরিঘাটে শিবচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় এ কথা বলেন।

প্রধানমন্ত্রী পদ্মা সেতুসংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতে আজ বিকেলে এখানে এসে পৌঁছান। প্রধানমন্ত্রী সরকারবিরোধী জাতীয় ঐক্য প্রক্রিয়ায় কঠোর সমালোচনা করে বলেন, ‘যারা অগ্নি সন্ত্রাস করে এবং মানুষ পুড়িয়ে হত্যা করে, যারা মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত, যারা দুর্নীতির সঙ্গে জড়িত, এতিমের টাকা আত্মসাৎকারী আজ তাদের সাথে দেখলাম ঐক্য করেছেন তিনি; যিনি নিজেকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী দাবি করেন। সেই কামাল হোসেনের সঙ্গে আরও জুটেছে কিছু খুচরা আধুলি—এরা সব ঐক্য করেছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কামাল হোসেন সাহেবকে বাহবা জানাই যিনি বড় বড় কথা বলেন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলেন, তিনি আজকে ঐক্য করেছেন কার সঙ্গে; যে বিএনপি-জামায়াত জঙ্গিবাদ-সন্ত্রাসের সাথে সম্পৃক্ত। আজকে তাদের সাথেই তিনি ঐক্য করেছেন।’ এ সময় তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে ড. কামালকে উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি ঐক্য করে নেতাও মেনেছেন!’

আওয়ামী লীগ সভাপতি এ সময় একজন সাজাপ্রাপ্ত আসামিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করায় পুনরায় বিএনপির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, খালেদা জিয়া জেলে যাওয়ার পর বিএনপিতে কি একটা লোকও ছিল না, যাঁকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো যায়। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘যে মানি লন্ডারিং মামলা, ১০ ট্রাক অস্ত্র মামলা, ২১ আগস্ট গ্রেনেড হত্যা মামলার সাজাপ্রাপ্ত এবং পলাতক হিসেবে বিদেশে রয়ে গেছে, তাকেই বিএনপি বানিয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর সেই চেয়ারম্যানেরই অধীনে ড. কামাল হোসেন গং আজ ঐক্য করেছেন।’ সরকার প্রধান বলেন, বড় বড় নীতির কথা বলেন যাঁরা, তাঁরাই আজ ওই খুনিদের সঙ্গে হাত মিলিয়েছেন। তাঁরা মরা গাঙ্গে যোগ দিয়েছেন—আজকে কামাল হোসেন, মান্না, আ স ম আবদুর রবরা। তাঁরা কী–ই বা করতে পারবেন, বা কী করতে চান? প্রশ্ন তোলেন তিনি।

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ও মুহম্মদ ফারুক খান, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, যুগ্ম সম্পাদক দিপু মনি, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাংসদ নূরে আলম চৌধুরী সমাবেশে বক্তৃতা করেন। আর শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুদ্দিন খান সমাবেশে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তাঁর সরকারের উন্নয়ন সরকারবিরোধী ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্তদের চোখে পড়ছে না। তিনি বলেন, আজকে বাংলাদেশ ৭ দশমিক ৮৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল। মূল্যস্ফীতি ৫ দশমিক ৪ ভাগ, জিনিসপত্রের ক্রয়ক্ষমতা মানুষের নাগালের মধ্যে, মাথাপিছু আয় বেড়েছে, উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বে স্বীকৃতি পেয়েছে, কিন্তু, বাংলাদেশের উন্নয়ন তাদের চোখে পড়ে না। তিনি বলেন, তাদের উন্নয়ন হচ্ছে দুর্নীতির উন্নয়ন, সন্ত্রাস, মানি লন্ডারিংয়ের উন্নয়ন। জনগণ পেট ভরে ভাত খাবে, মানুষ সুখে–শান্তিতে থাকবে, সবাই শিক্ষা-দীক্ষা পাবে, সেই উন্নয়ন তাদের নয়।
শেখ হাসিনা বলেন, ‘আজকে তাই আমি কামাল হোসেনকে শাবাশই জানাই, তিনি আমাদের দল ছেড়ে গিয়ে নৌকা থেকে নেমে ধানের শীষের মুঠো ধরেছেন, যে ধানের শীষে শিষ নাই, চিটা ছাড়া আর কিছু পাওয়া যায় না। সেখানে তিনি হাত মিলিয়েছেন।’
প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত মর্মে পুনরায় অভিযোগ উত্থাপন করে বলেন, ‘জিয়া ১৫ আগস্ট হত্যাকাণ্ডে খুনি মোশতাকের সঙ্গে জড়িত ছিলেন।’ তিনি জিয়া পরিবারকে খুনি পরিবার বলে অভিযুক্ত করে বলেন, ‘এই পরিবার খুনি পরিবার ওই খালেদা জিয়া, তারেক জিয়া ২১ আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার জন্য আমাকে হত্যার চেষ্টা করেছিল। সেখানে আইভি রহমানসহ ২২ জন নেতা–কর্মীকে তারা নির্মমভাবে হত্যা করে।’ তিনি বলেন, সেই হত্যার আলামত না রেখে সেই হত্যার বিচার যাতে না হয় সে জন্য ‘জজ মিয়া’ নাটক করেছিল তারা। ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচার হয়েছে। সেই বিচারে তারা সাজা পেয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। ছবি: পিআইডি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। ছবি: পিআইডি

আল্লাহর কাছে এই সময় শোকরিয়া আদায় করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, যুদ্ধাপরাধীদের পরে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলারও বিচারকাজ সম্পন্ন করতে পেরেছেন।
বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের সঙ্গে তারেক এবং খালেদা জিয়ার সম্পৃক্ততার ইঙ্গিত করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, ‘তারেক জিয়া বিডিআর হত্যাকাণ্ডের দিন সকাল ৬টা/৭টার সময় খালেদা জিয়াকে তাঁর ক্যান্টনমেন্টের বাসা থেকে চলে যেতে বলেন।’ তিনি অভিযোগ করেন, ‘খালেদা জিয়া যেখানে ১০টা/১১টার আগে ঘুম থেকে ওঠেন না সেই তিনি ৬টা/৭টার সময় ক্যান্টনমেন্টের বাড়ি থেকে পালিয়ে আন্ডারগ্রাউন্ডে চলে যান। আর তারপরই বিডিআরের হত্যাকাণ্ড ঘটে। এই হত্যাকাণ্ড ঘটার পেছনে ওই বিএনপি-জামায়াতেরও হাত ছিল।’
বিডিআরের ঘটনায় সেনাবাহিনীর ৫৭ জন অফিসার মারা গিয়েছিলেন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর মধ্যে ডিজিসহ প্রায় ৩৩ জনই আওয়ামী পরিবারের সদস্য। এই হত্যাকাণ্ডের সঙ্গে তারা (বিএনপি নেতৃত্ব) যে জড়িত, এতে কোনো সন্দেহ নেই। না হয়, খালেদা জিয়া কেন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে আন্ডারগ্রাউন্ডে চলে গেল এবং এক মাসের মধ্যে আর ক্যান্টনমেন্টের বাড়িতে ফেরে নাই। এর জবাব তাকে দিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, নৌকাই হচ্ছে বাংলাদেশের জনগণের মুক্তির পথ। তিনি জনগণকে নৌকা মার্কার প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান এবং বাংলাদেশের উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে, সে জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পদ্মা সেতুর কাজ শুরু করেছি ইনশা আল্লাহ আগামীতে সরকারে আসতে পারলে এই কাজ আমরা সম্পন্ন করতে পারব।’ সেই সাথে রেলসেতুও তাঁর সরকার করে দেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রেললাইন চলে যাবে একেবারে বরিশাল হয়ে সেই পায়রা বন্দর পর্যন্ত। দক্ষিণাঞ্চলেও রেললাইন যোগ হবে দক্ষিণাঞ্চলেরও উন্নয়ন হবে। সেই ওয়াদাও করেন প্রধানমন্ত্রী।