ষষ্ঠীতে শুরু দুর্গাপূজা

ষষ্ঠী তিথিতে দেবীর আরাধনার মধ্য দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয়া দুর্গাপূজা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সোমবার সকালে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। মণ্ডপে মণ্ডপে উলুধ্বনি, শঙ্খ, ঘণ্টা আর ঢাকের বোলে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয় দেবী দুর্গাকে। রাজধানীর মণ্ডপগুলোতে সোমবার বিকেল থেকেই পূজারিদের আনাগোনা যেমন শুরু হয়েছে, তেমনি এসেছে পুজোর আবহ।

ষষ্ঠীর মাধ্যমে পুজোর আনুষ্ঠানিকতা শুরু হলেও সোমবার দিবাগত রাত থেকেই খুলে দেওয়া হবে প্রধান মণ্ডপগুলো।
ষষ্ঠীর মাধ্যমে পুজোর আনুষ্ঠানিকতা শুরু হলেও সোমবার দিবাগত রাত থেকেই খুলে দেওয়া হবে প্রধান মণ্ডপগুলো।
ষষ্ঠী তিথিতে ভোরে কল্পারম্ভ, বিকেলে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
ষষ্ঠী তিথিতে ভোরে কল্পারম্ভ, বিকেলে বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত বিজয়কৃষ্ণ গোস্বামী জানান, সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে এবার মা দুর্গা ধরণিতে আসবেন ঘোটক বা ঘোড়ায় চড়ে। আর বিদায় নেবেন দোলায় চড়ে।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত বিজয়কৃষ্ণ গোস্বামী জানান, সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে এবার মা দুর্গা ধরণিতে আসবেন ঘোটক বা ঘোড়ায় চড়ে। আর বিদায় নেবেন দোলায় চড়ে।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে বোধন আমন্ত্রণ ও অধিবাসে ভক্তরা।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালে বোধন আমন্ত্রণ ও অধিবাসে ভক্তরা।
প্রণামির জন্য ফুল, বেলপাতা নিচ্ছেন আগত ভক্তরা।
প্রণামির জন্য ফুল, বেলপাতা নিচ্ছেন আগত ভক্তরা।
মায়ের কাছে প্রার্থনা।
মায়ের কাছে প্রার্থনা।
দেবীর কাছে আরাধনা।
দেবীর কাছে আরাধনা।
পুরান ঢাকার গোয়ালনগরের একটি মণ্ডপে দেবী।
পুরান ঢাকার গোয়ালনগরের একটি মণ্ডপে দেবী।